গুলশানে নিরাপত্তা জোরদার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-26 09:25:57

রাজধানীর অভিজাত এলাকা গুলশান জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, ২৬ মার্চ উপলক্ষে গুলশান ও কূটনৈতিক এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘২৬ মার্চ জাতীয় দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।’

গুলশান এলাকার দায়িত্বে থাকা র‍্যাব ১'র এএসপি কামরুল জামান বার্তা২৪.কমকে বলেন, ‘স্বাভাবিক নিরাপত্তাই রাখা হয়েছে। তবে একটু সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব সদস্যরা।’

একই বিষয়ে জানলে চাইলে, গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক বার্তা২৪.কমকে বলেন, ‘২৬ মার্চ উপলক্ষে রাজধানীর এই অভিজাত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে নিরাপত্তা জনিত কোন হুমকি নেই।’

এদিকে পুলিশের একটি সূত্রে জানা যায়, গুলশান এলাকায় বিশেষ করে, কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। তবে কি কারণে সেটা সুনিশ্চিত ভাবে জানা যায়নি।’

এ সম্পর্কিত আরও খবর