রাজধানীর নিরাপত্তায় সেইফ সিটি প্রকল্প: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:00:23

রাজধানী ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ, নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সেইফ সিটি নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় বায়তুল হাসান (রঃ) জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজধানীতে বসবাসকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেইফ সিটি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের আওতায় ট্রাফিক কন্ট্রোল, ক্রিমিনাল কন্ট্রোল, বায়োলেন্স কন্ট্রোলসহ নানা সুবিধা থাকবে। তখন পুলিশ ক্যামেরার সাহায্যে যেখানে যা ঘটে তা নিয়ন্ত্রণ করতে পারবে।’ 

সড়কে শৃঙ্খলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যরা ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করছে। সবাই মিলে সহযোগিতা না করলে সফল হতে পারবো না। সবার সহযোগিতা প্রয়োজন। শুধু চালক না, তাদের পাশাপাশি পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর