পদ্মা সেতুর ২২ শতাংশ দৃশ্যমান

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 19:07:00

দক্ষিণ বঙ্গের মানুষের বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নবম স্প্যান বসানো হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারে নবম স্প্যানটি বসানো হয়েছে। নবম স্প্যানটির বসানোর পরে ছয় হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুর এক হাজার ৩৫০ মিটার এখন চোখের সামনে। সেই হিসেবে সেতুর প্রায় ২২ শতাংশ দৃশ্যমান হলো।

বৃহস্পতিবার (২১ মার্চ) পদ্মাসেতুর নবম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত তা বসানো সম্ভব হয়নি। এর আগে বুধবার পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি শরিয়তপুরের জাজিরা প্রান্তে নিয়ে রাখা হয়।

সেতু প্রকল্প সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, নবম স্প্যানটি লম্বায় ১৫০ মিটার। কুমারভোগ স্টক ইয়ার্ডের জেটি থেকে তিন হাজার ৬০০ টন ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী জাহাজ তিয়ান-ই স্প্যানটি বুধবার জাজিরা নিয়ে যায়।

পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বহু নাটকীয়তার পরে সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু কারিগরি ত্রুটি ও প্রাকৃতিক প্রতিকূলতায় পদ্মা সেতুর নির্মাণ কাজ পিছিয়ে যায়।

সেতু সংশ্লিষ্টরা বলছেন, চলমান কর্মযজ্ঞ অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের শেষ নাগাদ যান চলাচলের পদ্মা সেতুর দ্বার খুলে দেওয়া যাবে।

চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুতে আরও একটি স্প্যান বসানো হতে পারে বলেও জানিয়েছেন সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর