মালয়েশিয়ার পথে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:16:35

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন-২০১৯ এর প্রদর্শনী মহড়ায় অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ‘সমুদ্র জয়’।

বৃহস্পতিবার (২১ মার্চ) জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদারের নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তা ও ৪৩ জন মিউশিপম্যানসহ সর্বমোট ২৩৬ জন অংশগ্রহণ করবেন। পাঁচ দিনব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধ বিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

নৌবাহিনীর জাহাজের এই আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণের ফলে বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশ ও অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামি ২৬ হতে ৩০ মার্চ পর্যন্ত এই মহড়া শেষে ২০ এপ্রিল দেশে ফিরবে বানৌজা সমুদ্র জয়।

এ সম্পর্কিত আরও খবর