রাস্তায় নামার চেষ্টায় বিইউপি'র শিক্ষার্থীরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 18:38:28

তৃতীয় দিনের মতো রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করার চেষ্টা করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের একাংশ। তবে পুলিশের বাধার মুখে তারা এখনো রাস্তায় নামতে পারেনি। ফুটপাতে দাঁড়িয়ে রাস্তায় নামার অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে এ চিত্র দেখে যায়।

সরেজমিনে দেখা যায়, বিইউপি'র ৭০-৮০ জনের শিক্ষার্থীদের একটি গ্রুপ দুপুর ১২টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তার ফুটপাতে একত্রিত হয়। পরে তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশের বাধার কারণে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।

এ সময় শিক্ষার্থীরা পুলিশের সদস্যদের বলতে থাকে, 'আমাদের রাস্তা যদি না নামতে দেন তাহলে সমস্যা নেই, কিন্তু আমরা ফুটপাতে দাঁড়িয়ে মানববন্ধন তো করতে পারব।'

তবে শিক্ষার্থীদের এই দাবিকেও না মেনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, 'এখানে দাঁড়িয়ে কোনো মানববন্ধন বা রাস্তা অবরোধের কর্মসূচি করা যাবে না। আপনারা দয়া করে চলে যান।'

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, 'গতকাল মেয়র সাহেবের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়েছে। ঐ বৈঠকে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৮ মার্চ পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত। যা সকল শিক্ষার্থীদের মতের ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আজ আবার বিইউপি'র শিক্ষার্থীদের একটি অংশ রাস্তা অবরোধ করতে এসেছে। আমরা তাদের রাস্তায় নামতে দেইনি। গতকালের সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের এখানে আসে অযৌক্তিক।'

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় বিইউপি শিক্ষার্থী আবরার মারা যান। তারপর থেকেই আবার শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

পরে বুধবার (২০ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করে সরকারকে দাবি পূরণের জন্য ৭ দিন সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও খবর