চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-28 15:38:59

উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪০মিনিটে তিনি সিঙ্গাপুর পৌঁছান।

বিভাগীয় কমিশনারের ছেলে মাশাহেদ হাসান সীমান্ত বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা জটিলতার কারণে বাবার সঙ্গে যেতে পারেননি মা শাহীনা আক্তার ও কাজিন ডা. খালিদ মাহমুদ ইকবাল। তবে দু-এক দিনের মধ্যেই তারা সিঙ্গাপুর যাবেন।

সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিভাগীয় কমিশনারকে দেখাশোনা করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে। সেখানে মাহমুদ হাসানকে অত্যন্ত ব্যয়বহুল বোন মেরুর ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। তার চিকিৎসা সম্পন্ন করতে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ত্রিশ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে, দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এর আগে, গুরুতর অসুস্থ হয়ে গত ১ মার্চ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বিএসএমএমইউ-এ ভর্তি হন।

এ সম্পর্কিত আরও খবর