চট্টগ্রামে খোয়া গেছে ৬৪ মামলার আলামত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম | 2023-08-31 07:20:11

চট্টগ্রাম আদালতে জেলা পুলিশের মালখানায় চুরির ঘটনায় ৬৪ মামলার আলামত ও ২৭ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি খুঁটিনাটি খতিয়ে দেখছে। খোঁজা হচ্ছে খোয়া যাওয়া মামলার নথি। সেই সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে তদন্ত কমিটি।

এ ব্যাপারে বুধবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বার্তা২৪ কে বলেন, 'চুরির ঘটনাটি খুবই নির্বিঘ্নে ঘটানো হয়েছে। খোয়া যাওয়া মামলার আলামতের সাথে কেউ জড়িত থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছি।'

এ ঘটনার পর খলিলুর রহমান ও মো. মনিরুজ্জামান নামের দুই পুলিশ কনস্টেবলকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।

পুলিশ সূত্র জানায়, এই মালখানায় অস্ত্র, গুলি, টাকা, মাদক, সোনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার এক লাখেরও বেশি আলামত রয়েছে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বার্তা২৪কে জানান, চুরির ঘটনায় ৬৪টি মামলার নথি ও ২৭ লাখ টাকার মতো খোয়া গেছে। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

চুরির ঘটনায় খোয়া যাওয়া মামলার আলামত আরও বাড়তে পারে।

এ সম্পর্কিত আরও খবর