সুপ্রভাত বাস বন্ধে মেয়রের সাথে একমত মালিক সমিতি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:23:31

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন সুপ্রভাত বাস চলবে না। তার সেই সিদ্ধান্ত মেনে নিয়ে একাত্মতা প্রকাশ করেছে বাস মালিক সমিতি।

এদিকে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মেয়রের ঘোষণার পর মালিক সমিতিতে সুপ্রভাতের কর্তৃপক্ষকে ডেকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বার্তা২৪.কমকে বলেন, ‘যে বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে, ওই বাসের রুট পারমিট ঠিক ছিল, ফিটনেসও ঠিক ছিল। তাছাড়া চালক আটক হয়েছে। আমি গণমাধ্যমে দেখলাম মেয়র নির্দেশ দিয়েছেন সুপ্রভাত চলবে না। এরপর আমি তাদের (বাসের কতৃপক্ষ) ডেকেছিলাম, আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’

জানা গেছে, সুপ্রভাতের ওই বাসটির মালিক গোপাল নামের এক ব্যক্তি। তার একাধিক বাস রয়েছে।

আরও পড়ুন

'দাবি পূরণ করবেন, না হয় বাস চাপা দেবেন'

ঢাকায় সুপ্রভাত বাস চলবে না: মেয়র আতিকুল

২ মাসের মধ্যে আবরারের নামে ওভারব্রিজ: মেয়র আতিকুল

উল্লেখ্য, এর আগে সকাল ৭টায় প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে সুপ্রভাত বাসের ধাক্কায় বিইউপি’র ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এই ঘটনায় ঘাতক বাসচালক সেরাজুলকে (২৫) আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর