জিডিপি প্রবৃদ্ধি সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে: কৃষিমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:56:40

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের জিডিপি প্রবৃদ্ধি সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে। কমছে দারিদ্রের হারও, বাড়ছে বিনিয়োগ। সার্বিকভাবে দেশের অর্থনীতি যেভাবে আগাচ্ছে তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট সেমিনার হলে আয়োজিত (কেআইবি) ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন অবহিতকরণ’ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ আয় বৈষম্য কমাতে অনেক দূর এগিয়ে গেছে। সামাজিক খাতেও ভারতের চেয়ে এগিয়ে আছি।

আব্দুর রাজ্জাক বলেন, উন্নত দেশে রূপান্তরিত হতে হলে বর্তমান শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে হবে। এসএসসি পরীক্ষার কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি উচ্চ শিক্ষাসহ সব ধরনের শিক্ষার মান বাড়াতে হবে। তাহলে আর দেশ-বিদেশে চাকরির অভাব হবে না।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. সামসুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় রাজস্ব আহরণের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। এটি ছিল প্রধান সমস্যা। শুধু তাই নয়, গত ৫ বছরের ভিত্তি বছর ধরে যে টার্গেট দেওয়া হয়েছিল, সরকার সেটিও আহরণ করতে পারেনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিভাগের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, গত পাঁচ বছর দেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে ৭ দশমকি ৮ শতাংশে পৌঁছাতে পারেনি। অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে। পাশাপাশি সঠিক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।

আরও পড়ুন: আয় বৈষম্যের বিষয়টি গভীরভাবে দেখা হবে: পরিকল্পনা মন্ত্রী

এ সম্পর্কিত আরও খবর