'জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য তাক লাগানো'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-31 23:35:48

জঙ্গি দমনে বিশ্বের বুকে বাংলাদেশের সাফল্য তাক লাগানো বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

শনিবার (১৬ মার্চ) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘পুরো বিশ্বে জঙ্গি দমনে আমাদের সাফল্য তাক লাগানো। এর পেছনে তিনটি বিষয় কাজ করেছে। একটি প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা আর জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধতা। যার ফলে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি।’

নিউজিল্যান্ডে সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, ‘আমি নিউজিল্যান্ডকে ছোট করে বলছি না, বলাও ঠিক না। নিউজিল্যান্ডটি সার্বভৌমত্ব দেশ। তবে এই ঘটনায় নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঘাটতি ছিল। যানজট না থাকার পরেও ঘটনাস্থলে পুলিশ যেতে ৪০ মিনিট সময় নিয়েছে। তাছাড়া যেহেতু ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ করা হচ্ছিল। সে ক্ষেত্রে সেখানে তাদের নজরদারি ছিল না।

র‍্যাবের এই মহাপরিচালক বলেন, ‘যদি নিউজিল্যান্ড চায়, আমরা তাদের তথ্য, ডাটা দিয়ে নানাভাবে জঙ্গি দমনে সাহায্য সহযোগিতা করতে পারি। যেহেতু আমরা এরকম একটি পরিস্থিতি থেকে সফলভাবে বের হয়ে এসেছি।’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বাইরের দেশ থেকে যখন আমাদের দেশে খেলতে আসে। তখন তারা নিরাপত্তার ডিমান্ড করে। কিন্তু আমরা বাইরের দেশে গিয়ে সেরকম সুযোগ সুবিধা পায় না। আমি বিসিবিকে অনুরোধ করব, এখন সময় এসেছে, আমাদের যে দেশ পূর্ণ নিরাপত্তা না দিবে। সে দেশে আমাদের খেলোয়ারদের খেলতে পাঠাবেন না।’

এ সম্পর্কিত আরও খবর