ডিক্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:45:28

ডিক্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ এটি পালন হয়।

কেক কেটে ও ডিক্যাবের ওয়েব সাইট উদ্বোধন করে অনুষ্ঠান শুরু হয়।

১৯৯৮ সালের ১৬ মার্চ প্রতিষ্ঠিত হয় ডিক্যাব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বার্তা২৪.কমের এডিটর ইন চিফ আলমগীর হোসেন বলেন, '২১ বছর আগে এটি প্রতিষ্ঠা হয়। তখন ছিলাম তরতাজা। প্রতিটি স্পটে নিজে যেতাম।'

তিনি আরও বলেন, কেন ডিক্যাব করার প্রয়োজন হল। এ সম্পর্কে বলেন, 'হুট করে ফরেন সার্ভিস কভার করা যায় না। তাছাড়া কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক গড়তে একটি সংগঠন থাকা দরকার। তাই আমাদের কাছে অনুভূত হল কূটনীতিকদের জন্য সংগঠন করা দরকার। এটি প্রতিষ্ঠার পর কূটনীতিতে যোগাযোগ বেড়েছে।'

প্রথম প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে ৫ বছর দায়িত্বে ছিলাম। এ প্রতিষ্ঠানটা টিকে থাকুক এই আশা করি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ বলেন, 'স্বাধীনতার অনেক আগে থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের কূটনীতি শুরু হয়েছে। কূটনীতি শুধু পেশাদার কূটনীতিক করেন না। বিদেশে যে জাতীয় স্বার্থ তুলে ধরেন তিনিই কূটনীতিক।'

এসময় আরও বক্তব্য রাখেন ডিক্যাবের প্রেসিডেন্ট রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।

 

এ সম্পর্কিত আরও খবর