প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চান প্রাথমিকের শিক্ষকরা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-24 08:14:10

বেতন গ্রেড বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বিক্ষোভ থেকে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ২০১৪ সাল থেকে ১১তম গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ রংপুর জেলার সভাপতি মো. আজিজার রহমান মিল্টনের সভাপতিত্বে বক্তব্য দেন- রংপুর মহানগর সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, সদর উপজেলার সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মো. রাশেদ, সহকারী শিক্ষক বেতন বৈষম্য নিরসন আন্দোলন কমিটির আহ্বায়ক মো. মশিয়ার রহমান, সদস্য সচিব রওশন আরা বীথি প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষকরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় রংপুরের আট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর