নিষিদ্ধ পলিথিন কারখানায় ২৬ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:29:35

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় নিষিদ্ধ পলিথিন তৈরি কারখানায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুর থেকে চলতে থাকা এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সার্বিক বিষয়ে সহযোগিতা করেন র‍্যাব ১০।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, `সোয়ারীঘাট এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে ২২ টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানাগুলোকে মোট ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।

আইন অমান্য করে গড়ে তোলা এই নিষিদ্ধ কারখানা থেকে মোট ৮৫ টন পলিথিন ও পলিথিন তৈরির উপাদান জব্দ করা হয় বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর