তিন কোটি টাকার স্বর্ণসহ দুই চীনা আটক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 01:05:22

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা যাত্রীর কাছে থেকে তিন কোটি টাকা মূল্যের মোট ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১৩ মার্চ) ঢাকা কাস্টমস হাউজের কমিশনার অথেলা চৌধুরী বার্তা২৪.কমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টার দিকে শারজাহ থেকে আগত ফ্লাইট নং-জি ৯৫১৭ এর চীনের দুই যাত্রীকে গোপনে অনুসরণ করেন প্রিভেন্টিভ দলের সদস্যরা। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন।

পরে, ওই দুই যাত্রীর সঙ্গে থাকা লাগেজগুলো স্ক্যানে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায়। এ সময় তাদের ব্যাগ খুলে একই ধরনের এবং ‘জিপাস’ ব্র্যান্ডের দুটি ‘সোলার হোম সিস্টেম’ পাওয়া যায়। এগুলোর মধ্যে থাকা ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার দাম ২ কোটি ৭৯ লাখ টাকা।

এ সময় চীনের এই দুই নাগরিককে আটক করা হয়। তারা হলেন- হুবাইয়ের মিস্টার সিন জিফা (২৯) ও মিস্টার ডিং শোসিনগ (৩৫)।

এ ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান অথেলা চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর