বাংলাদেশে বিদ্যুতের দাম সবচেয়ে কম

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:26:41

উন্নয়নশীল দেশ সমূহের মধ্যে বাংলাদেশের বিদ্যুতের দাম সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত পাওয়ার এন্ড এনার্জি সেক্টরের চ্যালেঞ্জ শীর্ষক ডায়লগে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমরা কাজ করে যাচ্ছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সময় লাগবে। কোরিয়ার মতো দেশের সময় লেগেছে ৩০ বছর।’

তিনি বলেন, ‘ভুল ধরার জন্য অনেক লোক পাওয়া যাবে। নির্দিষ্ট করে কাজ করা বড়ই কঠিন। অনেকে অনেক পরামর্শ দেন আমরা কনফিউজড হয়ে যাই। এখানেই একেকজন একেক মত দিয়েছেন। সিপিডির তথ্য আরও আপডেট হতে হবে। তারা অনেক তথ্য দিয়েছে পুরনো। আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।’

অনেকে প্রশ্ন করেছেন গভীর সমুদ্রে কেনো দেরি হলো। গ্যাসের দাম কমে যাওয়ায় অনেকে পিছিয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘দুর্নীতি কমে যাচ্ছে। বিএনপি-জামাতের সময়ে সিস্টেম লস ছিল ৪৪ শতাংশ। এখন অনেক ক্ষেত্রে সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। চট্টগ্রাম ও ডেসকোতে ৭ শতাংশ সিস্টেম লস। উন্নত দেশেও ৭ শতাংশ সিস্টেম লস থাকে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, ‘মাথায় কতো প্রশ্ন আসে উত্তর পাওয়া যায় না। ২০০৯ সালে উৎপাদন ক্ষমতার ৪৯ শতাংশ ব্যবহার হতো। এখন ব্যবহার হচ্ছে মাত্র ৪০ শতাংশ। শীতকালে ৭৮টি পাওয়ার প্লান্ট বন্ধ ছিল, বসিয়ে রেখে খরচ দিতে হচ্ছে। এতে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। ভারত ৬ ডলার দিয়ে এলএনজি কিনতে পারলে আমরা কেনো ১০ ডলার দিয়ে কিনব।

বিইআরসি কেনো আইন মেনে গণশুনানি করতে পারছে না। আমরা বলেছি তারা নিরপেক্ষ নয়। ১০ টি মামলা ঝুলছে তাদের নামে। ১ হাজার এমএমসিএফডি এলএনজি আসবে তখন ঘাটতি দাঁড়াবে ৩১ হাজার কোটি টাকা এমন হিসেব দিয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ যখন ৫শ এমএমসিএফডি আসে তখন বলা হয়েছিল ঘাটতি সাড়ে ৪ হাজার কোটি টাকা। ভোক্তার ঘরে না দিয়েই কোন যুক্তিতে গ্যাসের দাম বৃদ্ধির শুনানি হচ্ছে।

ঘাটে ঘাটে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে শামসুল আলম বলেন, ‘আমি প্রতিমন্ত্রীকে অনুরোধ করব দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার। আসুন আমরা আরেকটি যুদ্ধ করি দুর্নীতির বিরুদ্ধে। হয় তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, না হলে পদত্যাগের ঘোষণা দেবেন।’

জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, ‘অনেকদিন হলো সমুদ্রসীমা বিজয় অর্জন করেছি। কিন্তু এখন পর্যন্ত সেভাবে তেল-গ্যাস অনুসন্ধান হয়নি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে। অনেকগুলো চুক্তি করা হয়েছে, সেখানে মাত্র দু'টির কাজ চলছে। আর অন্যগুলো আলোচনার মধ্যে সীমাবদ্ধ। এখান থেকে দ্রুত বের হয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শুরুতে সিপিডির পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম সাফল্য হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুতের ঘাটতি তারা সফলতার সঙ্গে মেটাতে সক্ষম হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, ‘পেট্রোবাংলার লাইব্রেরিতে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত। কোনো তথ্য পাওয়া যায় না। বিদেশি কোম্পানি কেন আগ্রহী হবে। এসব বেরিয়ার তুলে ফেলতে হবে।’

স্বচ্ছতা, দক্ষতার ঘাটতি রয়েছে। দুর্নীতি রোধ করতে হবে। সময় এসেছে বিশেষ আইন বিলুপ্ত করার। মনোযোগ বাড়াতে হবে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান ও কয়লা উত্তোলনের দিকে। কয়লা নীতি পরিষ্কার ও দ্রুত চূড়ান্ত হওয়া দরকার বলে মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও খবর