বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মেইল ও ফেসবুক হ্যাকড

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-31 10:16:50

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডি হ্যাক হয়েছে।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিল্প মন্ত্রী মজিদ মাহমুদ হুমায়ুনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। ওই ঘটনায় মন্ত্রীর পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছে। পরপর দুই মন্ত্রীর আইডি হ্যাকের ঘটনায় অন্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শিল্প মন্ত্রীর পক্ষে বলা হয়েছে, গত ১লা মার্চ ফেসবুক প্রোফাইলটির নিয়ন্ত্রণ কোনো এক দুষ্কৃতিকারী নিয়ে নেয় এবং মন্ত্রী মহোদয়ের প্রোফাইল থেকে কিছু বিতর্কিত পোস্ট করা হচ্ছে। এই মর্মে গত ৪ মার্চ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, গতকাল মন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক হবার পর তা উদ্ধারের চেষ্টা করেও পারা যায়নি।

তিনি বলেন, ‘নসরুল হামিদের ফেসবুক হ্যাক হয়েছে। কোনও স্ট্যাটাস বা তার ই-মেইল থেকে কোনও মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, 'শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন মন্ত্রীর আইডি থেকে আগের স্ট্যাটাসগুলো মোডিফায়েড করে পোস্ট করা হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।'

প্রোফাইলটির এডমিন আতিকুল ইসলাম আইডি হ্যাকের বিষয়ে থানায় ডায়েরি করেন। মন্ত্রী মহোদয়তার ফ্যান পেজ থেকে শুক্রবার (৮ মার্চ) লাইভ এর মাধ্যমে এ খবর নিশ্চিত করেন তিনি। তিনি সবাইকে অনুরোধ করেন হ্যাক হওয়া প্রোফাইলের কোনো পোস্টে যেন কেউ বিভ্রান্ত না হয়।

এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের এডিসি নাজমুল ইসলাম বার্তা২৪ কে বলেন, 'হ্যাকড হওয়া আইডিগুলো আজকের মধ্যেই উদ্ধার করা হবে।'

এ বিষয়ে কোনো মামলা করার প্রক্রিয়া চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রথম কাজ সম্পন্ন হবার পর আমরা দ্বিতীয় পর্যায় নিয়ে ভাববো।'

কবে নাগাদ এটি উদ্ধার করা সম্ভব হবে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আজকের মধ্যেই উদ্ধার করা হবে আইডি।

অন্যদিকে, গত ১ মার্চ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও তার ফেসবুক আইডি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফায়েড ছিল।

এ সম্পর্কিত আরও খবর