৭ মার্চের ভাষণ দেশের কল্যাণে কাজ করার শক্তি জোগাবে: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 16:10:26

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি জোগাবে বলে মনে করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মার্চ) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেমিনারে উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, 'আত্মত্যাগ ছাড়া কিন্তু অর্জন হয় না। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বারবার বলে গেছেন। কোনো কিছু যদি অর্জন করতে হয় তার জন্য আত্মত্যাগ করতে হয়। তাঁর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আত্মত্যাগের মধ্য দিয়েই আজ দেশ স্বাধীন হয়েছে।’

'আামদের বহু মানুষ জীবন দিয়েছেন। লাখো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা তো ৭৫’র পর প্রায় ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল।'

'কিন্তু আমাদের সৌভার্গ্য, আবার আমরা সেই সুযোগটা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে, মুক্তিযুদ্ধের গানগুলো বাজাতে আর সেই কথাগুলো চর্চা করতে এবং আমাদের যুবসমাজও আজকে এগিয়ে আসছে।'

তিনি বলেন, ‘এই ভাষণের মধ্য দিয়ে শুধু একটি দেশ স্বাধীন না, ভবিষ্যৎ কী হবে, সেটাও জাতির পিতা বলে গেছেন। সেটা অক্ষরে অক্ষরে পালন করে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।  এই ভাষণ আমাদের প্রজন্মের পর প্রজন্মের মাঝে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করবার একটা শক্তি জোগাবে বলে বিশ্বাস করি।’

'সব থেকে বড় কথা, ৭মার্চই ভাষণ ৪৮বছর ধরে এখনো যখনই শুনি, মনে হয় যেন আবার নতুনভাবে শুনছি। আমার হৃদয়ে একটা আলাদা শক্তি জোগায়। একটা দেশকে ভালবাসা, দেশের জন্য কাজ করা, দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করবার একটা মহৎ শক্তি পাই।'

সেমিনারে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। 

মূল প্রবন্ধ পাঠ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান।

এ সম্পর্কিত আরও খবর