ময়মনসিংহে পাট উৎপাদন কমেছে ১০ গুণ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-28 08:35:12

 

ময়মনসিংহ জেলায় পাট উৎপাদন আগের চেয়ে ১০ গুণের বেশী কমেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, আগে ৬৫ হাজার হেক্টর জমিতে পাট উৎপাদন হতো। তা এখন কমে মাত্র সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে পাট উৎপাদন হচ্ছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতি হিসেবে জেলা প্রশাসক এসব তথ্য জানান।

ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, পাটের বহুবিধ ব্যবহারের ফলে দেশে বিদেশে পাটের চাহিদা বাড়ছে। পাটের সম্ভাবনাও দিন দিন বাড়ছে। পাটের বাজার মূল্য আগের তুলনায় বেড়েছে। তাই পাট চাষে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে।

আলোচনায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ বেলায়েত হোসেন, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কেডিবি আবুল মাজেদ, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মিজান উদ্দিন প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরী টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর