‘দিনে দুবার পরিষ্কার করেও পরিচ্ছন্নতা আনা যাচ্ছে না’

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-31 08:34:40

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘আমরা দিনে দুইবার শহর পরিষ্কার করছি, তারপরও কাঙ্ক্ষিত পরিচ্ছন্নতা আনতে পারছি না। নগরবাসীর মধ্যে সচেতনতার অভাব বোধ রয়েছে। এ কারণে দিনের বেলায়ও যত্রতত্র ময়লা ফেলতে দেখা যায়। সবাইকে সচেতন হতে হবে।'

বুধবার (৬ মার্চ) দুপুরে ‘পরিচ্ছন্ন নগর গড়তে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ লেখা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, `বাঙালি জাতি বীরের জাত। আমরা হারতে পারি না। শহর পরিষ্কার করা হবে। আজ হোক কাল হোক রংপুর সিটি গ্রিন অ্যান্ড ক্লিন হবেই। প্রতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উদ্যোগে পরিষ্কার করা হবে।'

এ সময় মেয়র নগরের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ক্লিন সিটি গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন, জাইকার ক্যাপাসিটি ডেভলোপমেন্ট অব সিটি করপোরেশন প্রকল্পের ডেপুটি টিম লিডার টাইসুকে টকোকা, জাইকার সিফোরসি'র সিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট ব্রজ কিশোর ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহরাব হোসেন, ২৪নং মডেল ওয়ার্ডের কাউন্সিলর মীর জামাল উদ্দিন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, অভিভাবক শিল্পী বেগম, রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শফিয়ার রহমান, নাট্যজন মনোয়ার হোসেন প্রমুখ।

নগরীর বিভিন্ন এলাকার ২৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় অংশ নেন। প্রবন্ধ থেকে পরিচ্ছন্ন রংপুর মহানগর গড়ার পরামর্শমূলক তথ্য অনুষ্ঠানে তুলে ধরা হয়। তিন ক্যাটাগরিতে মোট ত্রিশ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর