অপহরণের ২১ দিন পর ছাত্রী উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-23 05:37:00

রাজশাহীর বাঘা উপজেলা থেকে এক ছাত্রীকে অপহরণের ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) রাতে ঢাকার টঙ্গীর গোপালপুর এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী আবদুল হালিম রাজিব ও তার বাবা শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে। বুধবার (৬ মার্চ) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী (১৪) নিজ বাড়ি থেকে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়তে যান। ওই ছাত্রী বিনোদপুর বাজার এলাকায় পৌঁছলে আবদুল হালিম রাজিব ও তার বাবা শাহাবুদ্দিন ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক সিএনজি যোগে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বার্তা২৪কম-কে বলেন, 'অপহরণকারীদের বুধবার (৬ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃত ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ সম্পর্কিত আরও খবর