এমপিদের নির্বাচনী আচরণবিধি মানতে স্পিকারকে সিইসির চিঠি

বিবিধ, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-30 18:42:20

উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (৫ মার্চ) স্পিকার সিইসির চিঠি হাতে পেয়েছেন বলে জানা গেছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিইসির দেওয়া চিঠি তিনি পেয়েছেন। চিঠিতে আচরণবিধির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্টরা যাতে আচরণবিধি প্রতিপালন করেন সিইসি সে অনুরোধ করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। সংসদ সদস্যরাও গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় আছেন। সে হিসেবে তারাও নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেন না। কিন্তু কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি না মেনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এমন বিষয় ইসির নজরে এসেছে। ইতোমধ্যে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দুস ও নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে সতর্ক করে চিঠি দিয়েছেন ইসি। চিঠিতে তাদের নির্বাচনী এলাকা ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি।

ইসি কর্মকর্তারা জানান, এ অবস্থায় সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন সে বিষয়ে অনুরোধ জানিয়ে আচরণবিধিসহ স্পিকারকে চিঠি দেন সিইসি। এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের ভোট গ্রহণ।

এ সম্পর্কিত আরও খবর