মাদকের গডফাদারদের কোনোরকম ছাড় নয়: আইজিপি

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-26 15:44:18

মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের কোনোরকম ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, 'মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্স নীতি অনুযায়ী গত এক বছরের বেশি সময় ধরে ব্যবস্থা নিচ্ছি। তবে কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাকে সেই সুযোগ দিয়েছি এবং দেবো।'

সোমবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহের পুলিশ অফিসার মেস থেকে একযোগে ১১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

কক্সবাজারের মত অন্য জেলায়ও আত্মসমর্পণের মত অনুষ্ঠান আয়োজন করা হবে উল্লেখ করে আইজিপি বলেন, 'যারা মাদকের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে সরকার যে সুযোগটি দিয়েছে এতে তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান সে সুযোগটি পাবে। আর যদি স্বাভাবিক অবস্থায় না আসে তাহলে আইনের আওতাধীন কঠিনতম ব্যবস্থা যা আছে সেই ব্যবস্থাই নেওয়া হবে। এটি চলমান থাকবে যতদিন পর্যন্ত আমরা জয়ী না হব।'

জঙ্গি বিরোধী অভিযান থেমে নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, 'জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা বাংলাদেশকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই।'

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ জেলা ও রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আইজিপি। সন্ধ্যায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ময়মনসিংহের আয়োজনে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেবেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর