চট্টগ্রাম নগর বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 14:23:53

পৃথক দু’টি নাশকতা মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে কারাপ্রাপ্ত সকলেই হাইকোর্টে থেকে জামিনে ছিলেন।

কারাপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন- পূর্ব ষোলশহর ওয়ার্ড় বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. ইলিয়াছ শেকু, চান্দঁগাও থানা বিএনপি নেতা মশিউদৌলাহ জাহাঙ্গীর, চান্দঁগাও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, বায়েজিদ থানা যুবদল নেতা মো. শাহ আলম, বিএনপি নেতা নূরুল আলম ও মো. সিরাজ।

২০১৮ সালের শেষের দিকে নাশকতার ঘটনার অভিযোগে তাদের বিরুদ্ধে নগরীর চান্দঁগাও থানা ও বায়েজিদ থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছিল।

মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন বার্তা২৪.কমকে বলেন, ‘নগরীর চাঁন্দগাও এবং বায়েজিদ থানায় দায়ের করা নাশকতা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয় বিএনপির নেতাকর্মীরা। সেই জামিনের মেয়াদ শেষে তারা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর