গৌরীপুরে অচল অবস্থায় ২৫ ওয়াগন

, জাতীয়

রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর, বার্তা২৪ | 2024-01-08 01:14:12

ময়মনসিংহ জেলার গৌরীপুর রেলওয়ে জংশনের খোলা আকাশের নিচে প্রায় দশ বছরের অধিক সময় ধরে পড়ে আছে রেলওয়ের মালবাহী ২৫টি ওয়াগন। অচল অবস্থায় পড়ে থাকা এসব ওয়াগনের মূল্য কোটি টাকার ওপরে।

দীর্ঘদিন ধরে এই ওয়াগনগুলো অযত্নে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। ফলে দিন দিন এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 

সরেজমিনে জানা যায়, বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণে মালবাহী ওয়াগনগুলো রোদ-বৃষ্টিতে ভিজে-পুড়ে নষ্ট হচ্ছে। মরিচা ধরে অধিকাংশ ওয়াগনগুলোর বডি নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে গেছে বিভিন্ন ফিটিংস। এরমধ্যে কয়েকটি ওয়াগন একেবারে পরিত্যক্ত হয়ে গেছে। বাকি ওয়াগনগুলোর কোনোটির হুক, কোনোটির ফ্লোর নষ্ট হয়ে গেছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ বার্তা২৪.কমকে বলেন, ‘২৫টি ওয়াগনের মধ্যে ২৪টি ওয়াগন পরিত্যক্ত হয়ে গেছে। ইতিমধ্যে পরিত্যক্ত ওয়াগনগুলো বিক্রির জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর ভালো থাকা ১টি ওয়াগন রেলওয়ের কাজে ব্যবহার করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর