জীবনের সত্যিকার ব্যবহার করতে হবে: আবু সায়ীদ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-26 16:54:59

‘আমি নীল আকাশকে ভালোবাসি, এই বাংলাকে ভালোবাসি, বাংলার আলো বাতাসকে ভালোবাসি, আমি পুরোপুরি বাঙালি’ কথাগুলো বলেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির প্রাক সমাবর্তন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর সেকান্দর খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

সমাবেশে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একজন মানুষের জীবন খুব সংক্ষিপ্ত। এই জীবনের মধ্যে কেউ সফল, কেউ গুণি, আর কেউ অধম। জীবনের দায়িত্ব অনেক, মনে ভিতরের সত্তাকে আগুন দিয়ে জ্বালাতে হবে। তখন জীবন সত্যিকার অর্থে ব্যবহার হবে।’

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘মানুষের জীবনে অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব শব্দটি শুধু ডিকশনারিতে আছে। আমাদের বড় কিছু চাইতে হবে, অন্তহীন কিছুকে চাইতে হবে। আমরা চাওয়ার জায়গায় ভিক্ষুক, কৃপণ।’

বর্তমান সমাজে নেতা অর্থ হলো ম্যানেজার মন্তব্য করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বর্তমান সমাজে নেতারা অন্য নেতার কথা শুনে চলে। এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু নিজের কোনো শক্তি প্রদর্শন করতে পারে না, সৃজনশীল কিছু নেতাদের মাঝে নেই। অন্যজনে যা বলে লিডাররা তা শুনে ম্যানেজারের কাজ টা করে।’
তিনি আরও বলেন, ‘লিডার ছিলেন কাজী নজরুল ইসলাম, লিডার ছিলেন সরওয়ারর্দী লিডার ছিলেন সুভাষ চন্দ্র।’

শিক্ষার্থীদের মুক্ত চিন্তার অধিকারী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘একটি পাখি যেমন মুক্ত আকাশে উড়ে। তেমনি তোমরা মুক্ত আকাশে উড়ার চিন্তা করবে।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোতাহেরা রহমানের প্রশ্নের জবাবে অধ্যাপক আবু সায়ীদ বলেন, ‘নিজের ভেতরের অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার নাম হলো নিজেকে জানা। আর প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার নাম হলো জ্ঞান।’

প্রত্যেক কাজকে প্রেম ও ভালোবাসা দিয়ে করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জীবনে প্রেমটা হচ্ছে বড় বিষয়। প্রত্যেক কাজ প্রেমময় হতে হবে। কাজের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

প্রত্যেকে লোভের প্রতিযোগিতা করছে উল্লেখ করে অধ্যাপক বলেন, ‘এম্বিশন আর লোভ একই জিনিস। কারও সাথে প্রতিযোগিতা করা আমাদের বর্বর করে তুলছে। তাই এম্বিশন শব্দটি খুবই খারাপ উত্তেজনাপূর্ণ। আমাদেরকে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে প্রেম দিয়ে। তখন আরও বড় হওয়া সম্ভব হবে।’

বিলগ্রেডসের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘বিলগ্রেড লেখাপড়ায় ভাল ছিল না। নিজের কাজটা ভালভাবে করেছে বলে এত বড় হয়েছে। নিউটনও নিজের লক্ষ্যে পৌঁছেছে কাজের মাধ্যমে।’

পরশ পাথরের সন্ধানে না ছুটে নিজেকে পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নিজের ভেতরের সত্তাকে বনের আগুনের মতো জ্বালাতে হবে। তখন আলোকিত মানুষ হওয়া যাবে। আর বইয়ে মানুষের আত্মার আলো ফুটে ওঠে। তাই বেশি করে বই পড়তে হবে।’

এ সম্পর্কিত আরও খবর