উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে একক প্রার্থী ১৮ জন

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:16:09

উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ১২৭ উপজেলায় নির্বাচনে তিনটি পদে এক হাজার ৬৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন একক প্রার্থী রয়েছেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তৃতীয় ধাপের উপজেলাগুলোয় মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একক প্রার্থীর সংখ্যা বাড়তে পারে।

তফসিল অনুযায়ী, ২৪ মার্চ ভোটের আগে মনোনয়নপত্র বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার করা যাবে ৭ মার্চ পর্যন্ত।

নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, তৃতীয় ধাপের ১২৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একক প্রার্থী রয়েছেন নয়জন চেয়ারম্যান পদে, চারজন ভাইস চেয়ারম্যান পদে এবং পাঁচ জন মহিলা চেয়ারম্যান পদে।

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর প্রথম ধাপে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৬ জন চেয়ারম্যান পদে, ছয়জন ভাইস চেয়ারম্যান পদে এবং নয়জন মহিলা চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

উল্লেখ্য, প্রথমধাপে ৮৭ উপজেলার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বী এলাকা বাদ দিয়ে ভোট হবে ১০ মার্চ। দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একক প্রার্থী রয়েছে ২৫ জন। এ সংখ্যা আরও বাড়বে প্রত্যাহারের পর।

এ সম্পর্কিত আরও খবর