কাকরাইল মসজিদে ইমামতি করলেন মাওলানা সাদ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-31 15:04:36

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাজধানীর কাকরাইল মসজিদে জুমার নামাজের ইমামতি করেছেন দিল্লির নেজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী। নামাজের আগে তিনি বয়ান করেন। বয়ানে তাবলিগ জামাতের মুসল্লিরা উপস্থিত ছিলেন। বয়ানে মাওলানা সাদ দাওয়াত ও তাবলিগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন  এবং বিশ্বব্যাপী এই মেহনত ছড়িয়ে দেওয়ার আহ্বান জনান। নামাজ শেষে বিশ্ববাসীর শান্তিকামনা করে মোনাজাত করেন তিনি। শুক্রবার সকাল থেকে সাদের অনুসারী হিসেবে পরিচিত তাবলিগ জামাতের একাংশ মসজিদে অবস্থান নেয়। আজ শনিবার দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে সাদের। এদিকে কাকরাইল মসজিদকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদের সবক’টি প্রবেশ পথে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আছে সাদা পোশের পুলিশও। মসজিদে আসা সন্দেহভাজন অনেককে তল্লাশি করতে দেখা গেছে এ সময়। তাবলিগের সাথী মাওলানা ওসামা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই মাওলানা সাদ কাকরাইলে বয়ান করছেন। এজন্য অনেকেই কাকরাইল মসজিদে এসেছেন। আপাতত সাদ ও তার সঙ্গে আসা মেহমানরা কাকরাইলে থাকছেন। তাবলিগ জামাতের এক সাথী বলেন, মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেওয়া হয়নি, সেহেতু তিনি দেশে ফিরে যাবেন। ধারণা করা হচ্ছে, শনিবার দেশে ফিরে যাবেন। সাদের সঙ্গে আসা কেউই  ইজতেমায় অংশ নেবেন না। ফিরে যাওয়ার আগে ঢাকায় তার অনুসারীদের সঙ্গে বৈঠক করবেন সাদ। পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার এ বিষয়ে বাংলাদেশের খবরকে বলেন, দিল্লিতে  ফিরে না যাওয়া পর্যন্ত কাকরাইলে থাকবেন সাদ। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আশপাশের এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভিভিআইপিদের বসবাস রয়েছে। আমাদের কাজ নিরাপত্তা দেওয়া, নিরাপত্তা দিচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর