পাটুরিয়া-দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 03:57:30

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় আবার শুরু হয়েছে। এ কারণে দৌলতদিয়া পাটুরিয়ায় তিব্র জানজট সৃষ্টি হয়। ঘন কুয়াশার কারনে শুক্রবার ভোর  ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ  রাখে কর্তপক্ষ। বিষয়টি পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী মহা ব্যাবস্থাপক নিশ্চিত করে জানান। ঘন কুয়াশার কারনে শুক্রবার ভোর ৪ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সাড়ে ৬ ঘন্টা পর ফেরি চালাচল বন্ধ থাকার পর সচল হয়েছে। দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়ায় সাপ্তাহিক বন্ধের দিনে দীর্ঘ সময় ফেরি পারা পার বন্ধ থাকার কারনে তিব্র জানজট দেখা দেয়। উভয় ঘাট মিলে যানজট থাকলেও দৌলতদিয়ায় যানজট ছিল সবচেয়ে বেশী বলে একাধিক কর্মকর্তারা জানিয়েছেন। তবে বেলা বারার সাথে এ জানজট বাড়বে বলে জানায় চালকরা। শুক্রবার দুপুর ১২ টার দিকে উভয় ঘাটে ৬ শতাধিক ট্রাক, যাত্রীবাহি বাস ৩ শতাধিক ও ব্যক্তিগত গাড়ি মিলে এক হাজার যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় ছিল। শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ এদিকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। আস্তে আস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ১টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সম্পর্কিত আরও খবর