শিকাজু হিমাগার ও দেশি সুপার এগ্রোকে ৪৩ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 10:01:23

মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রির দায়ে রাজধানীর তেজগাঁওয়ের শিকাজু হিমাগার ও দেশি সুপার এগ্রো লিমিটেডকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান দুইটির ১৮ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই দণ্ড দেন। র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-২কে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদফতর।

এ বিষয়ে সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, শিকাজু হিমাগার ও দেশি সুপার এগ্রো লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুর, পনির, শুঁটকি ও অন্যান্য খাদ্যপণ্য পাওয়া যায়। প্রতিষ্ঠান দু’টিকে মোট ৪৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ এসব পণ্য রাজধানীর বিভিন্ন সুপারশপে বিক্রি হয়। আমাদের অভিযান রাত ৯টার দিকে শেষ হয়।

 

এ সম্পর্কিত আরও খবর