মেট্রোরেলের কাজ শেষ হবে ২০২০ সালে: সেতুমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 10:43:11

মেট্রোরেল নির্মাণ প্রকল্পে অগ্রগতি তুলে ধরে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, '২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে।'

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামার বাড়িতে মে‌ট্রো‌রে‌লের স্ক্রু-পাইলিংয়ের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'মেট্রোরেলের ২৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩.১৯৫ কিমি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের নিমিত্তে পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।'

আগামী এপ্রিল মাসে মেট্রো ট্রেনের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়ে কাদের বলেন, 'প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১.৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।'

বিডিআর বিদ্রোহর বিচারকার্য নিয়ে বিএনপি সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিডিআর বিদ্রোহ এত বড় মামলা, এত একিউসড। কথায় আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন তাদের সব বিষয়ে শুধু নালিশ আর নালিশ। এ বিচার কার্যক্রম নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন নেই। আমরা জানি তারা নালিশ করবে, কিন্তু নালিশ করে লাভ নেই।'

এই পাইলিং শুরুর মধ্য দিয়ে এমআরটি-৬ প্রকল্পের ৫নং প্যাকেজের কাজ শুরু হল। দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড ৫ নং প্যাকেজের নির্মাণের দায়িত্বে আছে।

এ সম্পর্কিত আরও খবর