জাটকা পরিবহনে বাসের সুপারভাইজারকে কারাদণ্ড

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-30 20:45:19

বরিশালে তিনমন জাটকা ইলিশসহ বেপারি পরিবহনের সুপারভাইজার নুরুল ইসলাম বিপ্লব (৪৬) কে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা ইলিশ পরিবহনের দায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত।

রোববার (২৪ ফ্রেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ডাদেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, রাতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনমন জাটকা ইলিশসহ বেপারি পরিবহনের সুপারভাইজার নুরুল ইসলাম বিপ্লব (৪৬) কে আটক করা হয়।

পরে জাটকা ইলিশ পরিবহনের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা ৪ দণ্ড ধারা ৫ মোতাবেক এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত নৌ পুলিশ সুপার সুমিত চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ কোতোয়ালী পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর