সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-30 17:18:02

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হতে আরও ৩ দিন বাকি। তবে তাদের তদন্তে উঠে এসেছে, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। আর এই তথ্য কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব আকরাম হোসেন নিজেই জানিয়েছেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) পুরান ঢাকার চকবাজারের আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা ঘটনার দিন থেকেই কাজ শুরু করেছি। তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কমিটির অগ্রগতি ভালো। আমরা ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছি, 'পিক আপ ভ্যানের সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ।'

তিনি বলেন, ‘এটি অত্যন্ত ব্যস্ত এলাকা। ২১ ফেব্রুয়ারির কারণে অনেক গাড়ি জমা ছিল। আবার পাশে একটি বিয়ের অনুষ্ঠানও ছিল। এমন সময় একটি পিকআপ ভ্যানের সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ হয়।’

যেহেতু পাশের ভবনে অনেক দাহ্য পদার্থ ছিল, ক্যামিকেল ছিল। যার ফলে আগুনের ফুলকা ঐ গুলোতে গিয়ে পড়লে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্তে কমিটির এই আহবায়ক বলেন, ‘যদি রাস্তাটি সরু না হতো। তাহলে আহত নিহতের সংখ্যা অনেক কমে যেত।’

ওয়াহেদ ম্যানশনের গোডাউনের ক্যামিকালের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। ঐ গোডাউনে যাদের ক্যামিকেল আছে। তাদের বৈধ লাইসেন্স আছে কিনা। আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো।’

অন্যদিকে, মন্ত্রণালয়টির করা একটি তালিকায় এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তিকে নিখোঁজ দেখানো হচ্ছে। যাদের আহত নিহত কারো মাঝেই খুঁজে পাওয়া না।

এ সম্পর্কিত আরও খবর