রংপুরে কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-31 13:58:54

রংপুরে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় পলিথিন ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক বিপিএম, পিপিএম (বার)।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর শালবান মিস্ত্রিপাড়া (শিয়ালের মোড়) এলাকার তিনটি গোডাউনে অভিযান চালায় র‌্যাব-১৩ রংপুরের একটি অভিযানিক দল। এ সময় তিন গোডাউন থেকে প্রায় ৪২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।’

মোজাম্মেল হক বলেন, ‘অভিযান শেষে অবৈধ পলিথিন ব্যবসায়ী ওবায়দুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।,

স্বাস্থ্য ও পরিবেশের প্রতি ঝুঁকিপূর্ণ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর