সিলেটে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-28 17:41:20

সিলেট নগরীর তালতলায় একটি হোটেলের নিচতলার দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে হোটেলে অবস্থানরত পর্যটকরা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক তনয় বিশ্বাস জানান, তালতলা ফায়ার সার্ভিসের কয়েকশ ফুট অদূরে হোটেল সুফিয়ার অবস্থান। হোটেলের নিচতলায় বিগ বাজার নামক ডিপার্টমেন্টাল স্টোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুনের ফুলকি উড়ছে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। একঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তনয় বিশ্বাস আরও জানান, আগুনের ফুলকি হোটেলের ৩য় তলা পর্যন্ত উঠে গিয়েছিল। সরকারি ছুটি থাকায় সিলেটের হোটেলগুলোতে পর্যটকে ভরপুর রয়েছে। হোটেল সুফিয়াতেও বিপুল সংখ্যক পর্যটক রয়েছে। তবে আগুনের খবর পেয়ে তারা দ্রুত নিচে নেমে আসতে সক্ষম হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আর উদ্ধার করা হয়েছে কোটি টাকার সম্পদ।

এ সম্পর্কিত আরও খবর