উপহার হিসেবে বই দিন

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-09-01 01:59:10

বিয়ে, জন্মদিন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে বই দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।

তিনি বলেন, ‘চমৎকার একটি বই যেমন হতে পারে দারুণ উপহার, তেমনি বই পাল্টে দিতে পারে মানুষের মনোজগৎ। কেননা বই মানুষের মনকে সুন্দর করে, সমৃদ্ধ করে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ তার মনকে উন্নত ও সুন্দরের পথে নিয়ে যেতে পারে।’

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুসলিম ইনস্টিটিউট আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক প্রফেসর ড. গাজী হাসান কামাল।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ও আবৃত্তি প্রতিযোগিতায় ৫টি গ্রুপে বিভক্ত হয়ে প্লে থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা।

এ সম্পর্কিত আরও খবর