চেষ্টা করলে ঢাকাকে সুন্দর করা সম্ভব: আতিকুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:55:57

‘আমরা যারা ঢাকায় থাকি, তাদের রেসপনসিবিলটি আছে এই শহরের প্রতি। ঢাকাবাসীদের যদি রাইট এন্ড রেসপনসিবিলিটি (সঠিক ও দায়িত্বশীলতা) শেখাতে পারি তাহলে ঢাকাকে সুন্দর করা সম্ভব। কারণ কোনো কিছুই অসম্ভব না, চেষ্টা করলে সব সম্ভব।’

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা' শীর্ষক গোলটেবিল আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘সবাই মিলে ঢাকাকে সুন্দর করতে চাই। আমি কাজ করব, আর আপনারা আমাকে সাহস জোগাবেন। আমরা সবাই মিলে সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়তে পারব।’

বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল বলেন, ‘আমার বন্ধুদের পাশে পেতে চাই। আমি জানি বন্ধুরা থাকবেন। যেমনটা তারা ছিলেন রানা প্লাজা দুর্ঘটনার সময়। আমি তখন বিজিএমইএ সভাপতি। আপনাদের সবাইকে নিয়ে সবার কাজগুলো করবো।’

মেয়র নির্বাচিত হলে নগর অ্যাপ চালু করা হবে বলে জানান আতিকুল। যে অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যা তুলে ধরবে। সিটি কর্পোরেশনের দায়িত্বরত ব্যক্তিরা সেই সমস্যা সমাধান করবেন।

আলোচনা সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আগামি দিনে নগরের যিনি সেবক হতে চান তাদের মধ্যে সবাইকে নিয়ে কাজ করা প্রবণা আতিকুল ইসলামের মধ্যে অাছে। তিনি একজন ভালো সংগঠক। মধ্যবিত্ত পরিবারের যে সংস্কারগুলো থাকা দরকার সেটার পুরোটাই আছে তার মধ্যে। তাই আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারা অাতিকের পাশে থাকবেন।

গোলটেবিল আলোচনায় অংশ নেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, রাশেক রহমান, রেজওয়ানুর রহমান, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, সৈয়দ আলমাস কবীর, ফাদিয়া খান, হাসান রশিদ, জিয়াউদ্দিন, খিজির হায়াৎ খান, আফরোজা পারভীন প্রমুখ। সভায় জেসিআই বাংলাদেশের সভাপতি ইরফান ইসলাম স্বাগত বক্তব্য দেন। সঞ্চালনা করেন আমজাদ হোসেন।

এ সম্পর্কিত আরও খবর