দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে: আইনমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 02:21:30

রাষ্ট্রের সকল স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দুর্নীতিবিরোধী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী ও কৌশলী হওয়ার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, 'দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি। জনগণের মন-মানসিকতা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানুষের মনে পজিটিভ চেঞ্জ আনতে হবে। এক্ষেত্রে শুধু জ্ঞান দিয়ে কাজ হবে না। দুর্নীতিবিরোধী কাজে মানুষকে যুক্ত করতে হবে। অন্যথায় কোনো কাজেই সাফল্য আসবে না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী ও কৌশলী হতে হবে।'

আইনমন্ত্রী বলেন, 'শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি দমন করা যায় না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতি দূর করতে শিক্ষা ব্যবস্থার সিলেবাস পরিবর্তন করতে হবে। এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে।'

শৈশব থেকে দুর্নীতিবিরোধী মূল্যবোধ তৈরি করে এমন পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে জানিয়ে আনিসুল হক বলেন, 'সদা সত্য কথা বলিব আমরা ছোট বেলায় আদর্শলিপি থেকে শিখেছি। এটা কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন করে দেয়। আমাদের শিশুদের যদি এইসব ভ্যালুস সম্পর্কে পড়ানো হয়, তাহলে তারা বড় হয়ে দুর্নীতি করবে না। এজন্য আমাদের পাঠ্য পুস্তকের মধ্যে এসব সিলেবাস অন্তর্ভুক্ত করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। আমি চেষ্টা করব নার্সারি থেকে আমাদের পাঠ্য বইয়ে এরকম আদর্শের কথা যেন লেখা হয়। আদর্শ না মানলে তার পরিণাম কি হয়, সে সম্পর্কে বলা থাকবে।'

বক্তব্যে খালেদা জিয়ার দুর্নীতির মামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া এতিমদের টাকা দুর্নীতি করেছেন। আড়াই কোটি টাকা দুর্নীতির দায়ে ১০ বছর সাজা বেশি হয়নি। তার থেকেও বড় কথা হল, এটা প্রমাণ হয়েছে যে, দেশের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তিও আইনের ঊর্ধ্বে নয়।'

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনটির আহবায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান। ‘দুর্নীতি বিরোধী অভিযান ও নেতৃত্বের সাফল্য’ শীর্ষক এ সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল একে মোহাম্মদ আলী শিকদার (অব), সাংবাদিক সুভাষ সিংহ রায়, মিল্টন বিশ্বাস ও অর্থনীতিবিদ অধ্যাপক জাহাঙ্গীর আলম।

এ সম্পর্কিত আরও খবর