শিলাবৃষ্টিতে কপাল পুড়ল রাজশাহীর আম চাষিদের

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-28 23:12:38

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে রাজশাহীতে শিলাবৃষ্টি হয়েছে। এতে আমের মুকুলসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় পুরো মহানগর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে তা স্বাভাবিক হয়।

জানা গেছে, শিলাবৃষ্টির আঘাতে জেলার তানোর, গোদাগাড়ী, পবা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় শিলাবৃষ্টির আঘাতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে মুকুল ঝরে পড়েছে। আমের মুকুলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে দাবি করেছেন স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা।

রাজশাহীর পবা উপজেলার কুখণ্ডি এলাকার আম বাগানের মালিক দুরুল হোদা জানান, এবার আম গাছে প্রচুর মুকুল এসেছিল। কিন্তু ভোরে শিলাবৃষ্টির আঘাতে আমের মুকুল ঝরে পড়েছে। এতে ব্যাপক লোকসান গুণতে হবে।

পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষেতের পিঁয়াজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন জানান, যেভাবে আমের মুকুল ঝরে পড়েছে, তাতে নিশ্চিতভাবে ফলন কমে যাবে। তারপরও যত মুকুল এখনো আছে, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা খুব বেশি লোকসানে পড়বেন না।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, ভোর ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ১৮ মিনিট পর্যন্ত এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল। এ সময় বজ্রপাতও হয়েছে। তবে বৃষ্টির সময় ঝড়ো হাওয়া ছিল না। রাজশাহীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে এখনও মেঘ রয়েছে। তাই আবারও বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর