ফেসবুকে অপপ্রচারের দায়ে যুবক গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:33:32

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাষ্ট্র ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের দায়ে রাজধানীর ভাটারা থেকে বাবুল গাজী (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বিশেষ অভিযান চালিয়ে শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারা থানাধীন ছোলমাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার দুপুরে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক পিএসসিজি মো. আশরাফুল হকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সীর সমন্বয়ে একটি দল রাজধানীর ভাটারা থানাধীন ছোলমাইদ এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাবুল গাজী নামে এক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়।

প্রামিক অনুসন্ধানে জানা যায়, বাবুল গাজী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ও স্থির চিত্র ব্যবহার করে রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি সাইবার অপরাধের পাশাপাশি সীমান্ত পথে অবৈধ পণ্যের চোরাচালান চক্রেরও একজন সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাটারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর