ফার্মটেক অ্যাপের মাধ্যমে গবাদি পশু সনাক্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:56:12

ফার্মটেক অ্যাপের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে গবাদি পশু সনাক্তকরণ ও তালিকাভুক্তকরণ সেবা। সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক কোম্পানি ইনফোকর্প টেকনোলজিস এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে এ সংক্রান্ত একটি পাইলট প্রকল্প প্রণয়ন করা হয়েছে। যার মাধ্যমে গবাদি পশু ও তাদের মালিকদের পরিচয়, গবাদি পশু বীমা ইস্যুকরণ এবং এনএফসি ট্যাগের মাধ্যমে গবাদি পশুর ট্র্যাকিং ও সনাক্ত করা যাবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উভয় কোম্পানির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে সই করেন ইনফোকর্প টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও সিইও মি. রয় লাই এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী।

এর মাধ্যমে প্রকল্পটি বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করবে যার ফলে গবাদি পশু লালন ও পালনের জন্য পুঁজি অবমুক্তি করা হবে এবং লাভবান হবে পশু মালিকরা।

ফারজানা চৌধুরী বলেন, `গ্রীন ডেল্টা ইন্সুরেন্স অত্যাধুনিক প্রযুক্তির পথে হেঁটে বাংলাদেশের গবাদি পশুর জন্য বীমা ইস্যুকরণের ব্যবস্থা গ্রহণ করেছে যার মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নতি ঘটবে।‘

তিনি আরও বলেন, `যখন আমরা আমাদের সমস্যার হোলিস্টক সমাধান বের করতে পারব, যা সমাজের অর্থনৈতিক সুবিধা বয়ে আনে, তখন তা আমাদের ব্যবসার জন্যও ভাল হবে।‘

ইনফোকর্পের সিইও মি. রয় লাই বলেন, `গ্রীন ডল্টো ইন্স্যুরেন্সের অংশীদার হয়ে আমরা আমাদের ব্লকচেইন প্ল্যাটফর্মকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে খুবই আনন্দিত। মিয়ানমারের পর বাংলাদেশে আমাদের দ্বিতীয় বাজার।‘

তিনি আরও বলেন, `আমরা বিশ্বাস করি যে, এ অংশীদারিত্ব একটি অর্থনৈতিক বাস্তুতন্ত্র তৈরি করবে যেখানে গবাদি পশুর বীমা ইস্যুর ক্ষেত্রে পরিচয় এবং মালিকানা সনাক্তকরণের ব্যবস্থা থাকবে।‘

এ সম্পর্কিত আরও খবর