সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 19:51:34

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট কাজ করে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে হাসপাতালের কোনো রোগী, ডাক্তার বা কর্মীর কোনো ধরণের ক্ষতি হয়নি।’

সরেজমিনে দেখা যায়, এখনো ধোঁয়া আছে, ফায়ার সার্ভিস ও হাসপাতালের কর্মীরা মিলে কক্ষগুলো পরীক্ষা করে দেখছেন আগুন আছে কি না। 

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপদে সকল রোগীদের নামিয়ে আনা হয়েছে। পর্যায়ক্রমে জরুরি বিভাগের রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ বলেন, ‘প্রথমে পানি সংকট ছিল। ভেতরে ফায়ার সার্ভিস, হাসপাতালের লোক ও পুলিশ রয়েছে। আল্লাহর রহমতে এখন রোগীদের বের করতে সক্ষম হয়েছি। তারপরেও প্রতিটা রুমে গিয়ে সার্চ করছি।’

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত স্টোর রুম থেকে হয়েছিল বলে শুনেছি। গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরের দিকে আগুনটি কয়েকটি রুমে ছড়িয়ে পড়েছিল। গেইট ভেঙে ভেঙে রুমগুলোতে গিয়ে কাজ করছি।’

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান। তিনি বলেন, ‘কোনো রোগীর যেন চিকিৎসা ব্যাহত না হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি দ্রুত ব্যবস্থা নিতে। এখানে সব মিলিয়ে ১২০০ লোক। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি গুরুতর রোগীদের যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।’

এ সম্পর্কিত আরও খবর