কর্ণফুলীতে চলছে উচ্ছেদকৃত ভূমির সীমানা পিলারের কাজ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-22 03:54:36

কর্ণফুলী পাড়ের প্রথম পর্যায়ে উদ্ধারকৃত ১০একর ভূমি সংরক্ষণে সীমানা পিলার কাজ করছে জেলা প্রশাসন। পিলার নির্মাণ শেষে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানে শুরু হবে বলে জানিয়েছেন পতেঙ্গা রেঞ্জের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) তাহমিলুর রহমান। একইসঙ্গে তিনি উচ্ছেদ কার্যক্রমের সমন্বয়কারী।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় মাঝিরঘাট লোহারগেইট এলাকায় গিয়ে দেখা যায়, সীমানা অনুযায়ী ইট দিয়ে উদ্ধারকৃত ভূমি সীমানা করে দেওয়া হচ্ছে। এর পাশে লাল খুঁটি দিয়ে সীমানার দাগ চিহ্নিত করা হচ্ছে। প্রায় ৩০জনের অধিক শ্রমিক সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা কাজ করছেন।

নির্মাণ কাজে কর্মরত এক শ্রমিক বার্তা২৪.কমকে জানান, গত তিন-চারদিন ধরে সকাল থেকে বিকেল কাজ করছেন। উচ্ছেদ কার্যক্রমের কর্মকর্তারা এসে কাজ পর্যবেক্ষণ করছেন।

৯ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো উচ্ছেদ অভিযানে এসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চার-পাঁচদিনের মতো দ্বিতীয় উচ্ছেদ অভিযানের শুরু কথা জানিয়েছিলেন।

এর আগে হাইকোর্টের আদেশে জেলা প্রশাসকের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি কর্ণফুলী পাড়ের উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে কর্ণফুলী জেটি থেকে বারিং বিল্ডিং পর্যন্ত অভিযান শুরু হয়। টানা পাঁচদিনের মাথায় শুক্রবার কাজ শেষ হয়।

জানতে চাইলে মুঠোফোনে ভূমি কমিশনার তাহমিলুর বার্তা২৪.কমকে বলেন, ‘উচ্ছেদ হওয়া সরকারি খাস জমিতে পিলার নির্মাণের কাজ চলছে। পুরো কাজ শেষ করতে আরও চার-পাঁচদিন সময় লাগবে। এরপরে জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের অভিযান ‍শুরু করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর