অরিত্রী আত্মহত্যা প্ররোচণা মামলার প্রতিবেদন ১৮ মার্চ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 05:17:15

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন।

২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। মোবাইলে নকল করেছে, এমন অভিযোগে অরিত্রীকে সোমবার তার মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে সোমবার স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। পরে এসে মেয়ের টিসি নিয়ে যেতে বলেন।

প্রিন্সিপ্যালের কাছে গেলে তিনিও তাদের অপমান করেন।

তার ও তার বাবার সাথে শিক্ষকদের এমন আচরণে অপমানিত হয়ে অরিত্রী তার রুমে সিলিং ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন অভিযোগে গত ৪ ডিসেম্বর রাতে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের  করেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিন্নাত আরা ও শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়েছে। তারা সবাই বর্তমানে জামিনে আছেন।

এ সম্পর্কিত আরও খবর