জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৩৫০০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:20:55

যদিও জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ ততোটা দায়ী নয়, তারপরেও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে সেখান থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা এ পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (১০ ফেব্রুয়ারি) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজনে উন্নয়ন অভীষ্ট ১৩: জলবায়ু কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত ‘গণমানুষের কণ্ঠস্বর: বাংলাদেশ ২০৩০ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন জোরদারকরণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘অসময়ে শিউলি, কদম ফুল ফুটছে; এর কারণ জলবায়ু ও পরিবেশের পরিবর্তন। এই সমস্যা মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি এনজিওগুলোকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি না করলে এই সমস্যার মোকাবেলা সম্ভব নয়।’

পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি প্রচেষ্টার সঙ্গে পিকেএসএফও পরিপূরক ভূমিকা পালন করছে। পিকেএসএফ এর কার্যক্রমে এসডিজির ১৭টি পরিকল্পনার মধ্যে ১৩টির প্রতিফলন লক্ষ্য করা যায়।’

পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম বলেন, ‘প্রধান লক্ষ্য দুটি- জলবায়ু পরিবর্তন ও পরিবেশ-প্রতিবেশকে সুরক্ষিত রাখা। এ লক্ষ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন বন্যাপ্রবণ, উপকূলীয় ও হাওর অঞ্চলগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করেছি, স্যানিটেশন ব্যবস্থা করেছি।’

‘কৃষিক্ষেত্রে শাক সবজি, বিভিন্ন ফসল ও মাছ উৎপাদনে গবেষণামূলক কাজ করছি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে সব মন্ত্রণালয়ের এক হয়ে কাজ করা উচিত। কিন্তু প্রত্যেক মন্ত্রণালয় তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত এটা উচিত নয়।’

সেমিনারে ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট এর সাবেক গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান সহ বিভিন্ন এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ সম্পর্কিত আরও খবর