সরকারি বধির হাইস্কুলের জমি দখলের অভিযোগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 05:07:10

জাতীয় বধির সংস্থার প্রধান প্রকল্প 'ঢাকা সরকারি বধির হাইস্কুল' এর অনুকূলে সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ থানার অধীনে এক একর জমি অনুমোদন করেন। কিন্তু পরিতাপের বিষয় এই যে, উক্ত জায়গা স্থানিয় ক্ষমতাধারী ব্যক্তিরা জবর দখল করেন বলে জানান জাতীয় বধির সংস্থার সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার।

বৃহস্পতিবার (৭ফেব্রুয়ারি) 'বাংলা ইশারা ভাষা দিবস' উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণসহ সার্বিক বিষয় ও তাদের স্বার্থে জরুরি ভিত্তিতে সরকারের বরাদ্দ করা খাস জমি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিবন্ধীবান্ধব সরকারের সহযোগিতা কামনা করছি।’

সভায় জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফজলে এলাহী খান বলেন, ‘জনগণের সুচিকিৎসা প্রদানের স্বার্থে সরকার চিকিৎসা সহায়তা প্রদানে বিশেষ অবদান রাখছে। এছাড়া প্রতিটি বিষয়ভিত্তিক আলাদা আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। কিন্তু দেশের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা প্রদানের জন্য পৃথক কোনো হাসপাতাল না থাকায় তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।’

‘বাংলাদেশ জাতীয় বধির সংস্থা এদেশে প্রথম শ্রবণ ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ১৯৯২ সালে বাংলা ইশারা ভাষা অভিধান প্রণয়ন ও প্রকাশ করে। তাই মানবিক দিক বিবেচনা করে এই প্রকল্পে সরকারকে দুর্নীতি ঠেকাতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর