‘সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 16:01:16

ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে ডিএসসিএসসি-২০১৮-২০১৯ কোর্সের গ্রাজুয়েশন সম্পন্ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতা আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতিমালা করে দিয়ে গেছেন। আমরা এরই আলোকে যুগোপযোগী প্রতিরক্ষা নীতিমালা করছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমরা সেভাবেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করছি। দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীও। আমরা আমাদের উন্নয়নের কার্যক্রমের পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে ডিফেন্স কলেজেরও আধুনিকায়ন করা হবে।'

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানিয়ে সরকার প্রাধান বলেন, 'গ্রামের মানুষও যাতে নাগরিক সুবিধা পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।'

দেশের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, 'এক সময় দুর্নীতি ও দুর্যোগের দেশ হিসেবে আখ্যায়িত করা হলেও বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৭৭১ ডলারে দাঁড়িয়েছে। জিডিপি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। মানুষের গড় আয়ু বেড়েছে। বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। দেশের ৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এটি বাস্তবায়ন হওয়ার পর দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।'

গ্র্যাজুয়েট কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আপনারা সমর বিজ্ঞানের ওপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এখান থেকে অর্জিত জ্ঞান যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মপ্রত্যয়ী হতে শেখাবে। ভবিষ্যতে বৃহৎ নেতৃত্ব প্রদানে আপনারা নিজেদের প্রস্তুত রাখবেন। সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। এটাই আমি আশা করি।’

এ বছর ডিএসসিএসসি ২০১৮-২০১৯ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৮ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ২৯ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৩ জন অফিসার ও চীন, ভারত, ইন্দোনেশিয়া, লেবানন, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদিআরব, সিয়েরা লিয়ন, শ্রীলংকা, তানজানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ১৯টি দেশের ৪৫ জন অফিসারসহ সর্বমোট ২১৫ জন প্রশিক্ষণার্থী অফিসার গ্র্যাজুয়েশন লাভ করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এমএমএম আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, মন্ত্রীবর্গ ও সিনিয়র সচিবসহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। এ পর্যন্ত এ কলেজ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩ হাজার ৯০২ জন অফিসার, পাঁচ জন পুলিশ অফিসার এবং ৪২টি বন্ধুপ্রতীম দেশের ১ হাজার ১১১ জন বিদেশি অফিসার কোর্স সম্পন্ন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর