চাকরিচ্যুত, খুলনায় শ্রমিকদের বিক্ষোভ চলছে

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-26 22:45:09

চার শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ করছে খুলনার ওহাব জুট মিলের শ্রমিকরা।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই খুলনার রূপসা সেতুর অদূরে লবণচরা এলাকায় বিক্ষোভ করছে তারা। এ কারণে ওহাব জুট মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানায়, মজুরি বৃদ্ধির দাবি করায় ৪ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। তাই মিলের সব শ্রমিক একসঙ্গে মিলগেটে বিক্ষোভ করছে।

চাকরিচ্যুত শ্রমিকরা হলেন- প্যাকেজিং বিভাগের সরদার মো. মোরশেদ আলী শেখ, যান্ত্রিক বিভাগের লিটন গাজী, সহকারী মিস্ত্রি মাসুম, মিস্ত্রি সুমন ফারাজী। এই ৪ জন মিল শ্রমিকদের পক্ষে মজুরি বৃদ্ধির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

তবে মিল কর্তৃপক্ষ দাবি করেন- চাকরিচ্যুত ৪ শ্রমিক মিলের কর্মকর্তাদের মারধর করেছে। তাই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য লবণচরা মেইন রোডের ওহাব জুট মিলের গেটের সামনে বিক্ষোভ করছে। সবাই ওই মিলেরই শ্রমিক। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিবেশ শান্ত করার চেষ্টা করছি।'

উল্লেখ্য, খুলনার ওহাব জুট মিলে প্রায় ৯ শতাধিক শ্রমিক কর্মরত। তারা কিছুদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল।

এ সম্পর্কিত আরও খবর