দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-22 16:43:29

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ রোববার। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের মতো দ্বিতীয় ও শেষ পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আজও বাংলায় অনুষ্ঠিত হবে এই মোনাজাত। বিশ্ব ইজতেমার মুরব্বি মো. মাহফুজ রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার বয়ান শুনে ও জিকির-আজকারের মধ্য দিয়ে দিন কাটান ইজতেমা ময়দানে সমবেত মুসল্লিরা। গত ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। ওই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ১৪ জানুয়ারি। বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, গতকাল সকাল থেকে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লি ইসলামের আমল, আকিদা ও করণীয় বিষয়ে বয়ান শোনেন। ২০১৯ সালের ইজতেমার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইজতেমার মুরব্বি মো. গিয়াস উদ্দিন ও মো. মাহফুজ বলেন, ২০১৯ সালের বিশ্ব ইজতেমার পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। গত ১২ জানুয়ারি কাকরাইল মসজিদে বৈঠকে আগামী বছর ১১, ১২ ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৮, ১৯ ও ২০ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। তবে সরকারের অনুরোধে তা এক সপ্তাহ পেছাতে শুক্রবার রাতে ইজতেমা ময়দানে বৈঠক হয়েছে। বৈঠকে আগামী বছর ইজতেমার প্রথম পর্ব ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর