বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান, যুক্তরাষ্ট্রের আগ্রহ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:50:57

বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বিনিয়োগের আহ্বানে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ ই আর্ল আর মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রী বলেন, 'মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রাষ্ট্রদূত মিলার এতে আগ্রহ প্রকাশ করেছেন।'

বাণিজ্য মন্ত্রী আরও বলেন, 'জিএসপি (অগ্রাধিকার মূলক বিশেষ বাণিজ্য সুবিধা) ফিরে পাওয়া নিয়ে আমাদের আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত এ বিষয়ে বলেছেন, আমি নতুন এসেছি। এ নিয়ে আরও আলোচনা হবে।'

টিপু মুনশি বলেন, 'জিএসপি ফিরে পাওয়া নিয়ে আমরাও আশাবাদী। কারণ ইতোমধ্যে আমরা টিকফার (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট) বেশিরভাগ শর্তই পূরণ করেছি। আমরা এই সংসদেই আমরা শ্রম আইন পাশ করতে যাচ্ছি। গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশে কর্ম পরিবেশ উন্নতি হয়েছে।'

যুক্তরাষ্ট্র বলেছে, 'বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। এখানে বিদ্যুৎ জ্বালানি ও বেসামরিক বিমান খাতে ২বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করা হয়েছে। নতুন বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা করবো।'

এ সম্পর্কিত আরও খবর