দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:55:17

নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এর উদ্বোধন করেন। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে গণগ্রন্থাগার অধিদফতরের সামনে গিয়ে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এতে অংশ নেয়।

২০১৭ সালে ঘোষণার পর দ্বিতীয়বারের মত পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’।

দিবসটি উপলক্ষে বিকালে গ্রন্থাগার অধিদফতরের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া, শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস।

এ সম্পর্কিত আরও খবর